সাল-তারিখে চৈতন্যের জীবনপঞ্জি

[১] জন্ম – ১৪৮৬ খ্রি. ১৮ ফেব্রুয়ারি / ১৪০৭ শকাব্দ ২৩ ফাল্গুন, দোল পূর্ণিমা, শনিবার, সন্ধ্যা প্রায় ৬ টা

[২] নামকরণ – ১৪৮৬ খ্রি. ৯ মার্চ / ১৪০৭ শকাব্দ ১২ চৈত্র

[৩] উপনয়ন – ১৪৯৪ খ্রি. ৮ এপ্রিল / ১৪১৬ শকাব্দ অক্ষয় তৃতীয়া

[৪] পিতৃবিয়োগ – আনুমানিক ১৪৯৭ খ্রি.

[৫] লক্ষ্মীদেবীর সঙ্গে বিবাহ – ১৫০১-০২ খ্রি.


[ads id=”ads1″]


[৬] অধ্যাপনার সুচনা – আনু. ১৫০৫ খ্রি.

[৭] পূর্ববঙ্গ পরিভ্রমণ ও লক্ষ্মীদেবীর মৃত্যু – আনু. ১৫০৬ খ্রি.

[৮] বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ – আনু. ১৫০৭ খ্রি.

[৯] গয়া গমণ – ১৫০৮ খ্রি.

[১০] গয়া থেকে প্রত্যাবর্তন – ১৫০৮ খ্রি. / ১৪৩০ শকাব্দ পৌষের শেষ

[১১] সংকীর্তন ও ভাবপ্রকাশ আরম্ভ – ১৫০৯ খ্রি. জানুয়ারির প্রথম / ১৪৩০ শকাব্দ মাঘের প্রথম

[১২] অধ্যাপনা ত্যাগ – ১৫০৯ খ্রি. এপ্রিল / ১৪৩১ শকাব্দ বৈশাখ

[১৩] সংকীর্তনাদির অবসান – ১৫০৯ খ্রি. ডিসেম্বরের শেষ / ১৪৩১ শকাব্দ পৌষের শেষ

[১৪] গৃহত্যাগ – ১৫১০ খ্রি. ২৫ জানুয়ারি / ১৪৩১ শকাব্দ ২৭ মাঘ

[১৫] সন্ন্যাস গ্রহণ – ১৫১০ খ্রি. ২৬ জানুয়ারি / ১৪৩১ শকাব্দ ২৯ মাঘ

[১৬] নিত্যানন্দের সঙ্গে রাঢ়দেশে ভ্রমণ – ১৫১০ খ্রি. ২৭-২৯ জানুয়ারি / ১৪৩১ শকাব্দ ১-৩ ফাল্গুন

[১৭] ফুলিয়ায় হরিদাসের গৃহে আগমন – ১৫১০ খ্রি. ৩০ জানুয়ারি / ১৪৩১ শক ৪ ফাল্গুন

[১৮] শান্তিপুরে অদ্বৈতের গৃহে আগমন – ১৫১০ খ্রি. ১ ফেব্রুয়ারি / ১৪৩১ শক ৬ ফাল্গুন

[১৯] শান্তিপুর ত্যাগ ও নীলাচলের উদ্দেশ্যে যাত্রা – ১৫১০ খ্রি. ৪ ফেব্রুয়ারি / ১৪৩১ শক ৯ ফাল্গুন

[২০] নীলাচলে দোলযাত্রা দর্শন – ১৫১০ খ্রি. ২৩ ফেব্রুয়ারি / ১৪৩১ শক ২৮ ফাল্গুন

[২১] বাসুদেব সার্বভৌমের উদ্ধার – ১৫১০ খ্রি. / ১৪৩২ শক

[২২] নীলাচল থেকে দক্ষিণ ভারত – ১৫১০ খ্রি. এপ্রিলের প্রথম / ১৪৩২ শক বৈশাখের প্রথম

[২৩] শ্রীরঙ্গক্ষেত্রে উপনীতি – ১৫১০ খ্রি. জুন / ১৪৩২ শক আষাঢ়

[২৪] সেতুবন্ধের দিকে যাত্রা – ১৫১০ খ্রি. শরৎকাল

[২৫] গোদাবরী-তীরে রায় রামানন্দের গৃহে আগমন –  ১৫১১ খ্রি. শরৎকাল

[২৬] নীলাচলে প্রত্যাবর্তন, জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন, নীলাচল ত্যাগ করে আলালনাথ ও সেখান থেকে পুনরায় গোদাবরী-তীরের দিকে যাত্রা – ১৫১২ খ্রি. মে / ১৪৩৪ শক জ্যৈষ্ঠ

[২৭] রায় রামানন্দের সঙ্গে গোদাবরী-তীর থেকে নীলাচলে প্রত্যাবর্তন – ১৫১২ খ্রি. হেমন্তকাল

[২৮]  নীলাচল থেকে বাংলা অভিমুখে যাত্রা – ১৫১৪ খ্রি. ২৮ সেপ্টেম্বর / ১৪৩৬ শক বিজয়াদশমী

[২৯] বাংলা থেকে নীলাচলে প্রত্যাবর্তন – ১৫১৫ খ্রি. জুন / ১৪৩৭ শক আষাঢ়

[৩০] নীলাচল থেকে বৃন্দাবন যাত্রা – ১৫১৫ খ্রি শরৎকাল

[৩১] বৃন্দাবন থেকে প্রয়াগ, প্রয়াগে ১০ দিন বাস – ১৫১৬ খ্রি. জানুয়ারি / ১৪৩৭ শক মাঘের প্রথম

[৩২] প্রয়াগ থেকে কাশী গমন – ১৫১৬ খ্রি.  জানুয়ারির মাঝামাঝি

[৩৩] কাশী থেকে বাংলা অভিমুখে যাত্রা, নবদ্বীপে আগমন – ১৫১৬ খ্রি. ফেব্রুয়ারির শেষ / ১৪৩৭ শক ফাল্গুনের শেষ

[৩৪] শান্তিপুরে অদ্বৈতের গৃহে ভোজন – ১৫১৬ খ্রি. ১৫ মার্চ / ১৪৩৭ শক চৈত্র মাসের শুক্লা দ্বাদশী তিথি

[৩৫] নীলাচলে প্রত্যাবর্তন, জগন্নাথদেবের স্নানযাত্রা দর্শন (এখানে শেষ আঠারো বছর বাস) – ১৫১৬ খ্রি. মে / ১৪৩৮ শক জ্যৈষ্ঠ

[ads id=”ads2″]

[৩৬] উৎকলরাজ প্রতাপরুদ্রের সঙ্গে প্রথম সাক্ষাৎ – আনু. ১৫১৬ খ্রি।

[৩৭] মহাপ্রভুর দিব্যোন্মাদ অবস্থা আরম্ভ – ১৫২১ খ্রি.

[৩৮] বিজয়নগর-নিবাসী চেনাপ্পা নামক ভক্তের কাছ থেকে দুটি গ্রাম দান-স্বরূপ গ্রহণ – আনু. ১৫৩১ খ্রি.

[৩৯] তিরোধান – ১৫৩৩ খ্রি. ২৯ জুন / ১৪৫৫ শক ৩১ আষাঢ়



—————————

ঋণ : সুখময় মুখোপাধ্যায়

—————————


আরো পড়ুন :  ব্রজবুলি, উৎপত্তি, আদিকবি, পদরচয়িতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *