রবীন্দ্রনাথ বাংলা ছোটোগল্পের ইতিহাসে মাইলফলক। তাঁকে বাদ দিয়ে বাংলা ছোটোগল্পের আলোচনা করা যায় না। তাঁর পরবর্তী সময়ে বাংলা ছোটোগল্পের রীতি-নীতি, বিষয়বস্তু, শৈলী, টেকনিক প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যায়। সে বিষয়ে আজকের আলোচনা।
রবীন্দ্র-পরবর্তী বাংলা ছোটগল্প – নতুনত্ব বৈচিত্র্য ও পরিবর্তন
রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পের সার্থক স্রষ্টা ও প্রতিষ্ঠাতা। তিনি মননধর্মিতা, কাব্যিক মেজাজ, গীতিময়তা, পল্লিপ্রকৃতিপৃক্ততা, সমাজ মনস্কতার নৈপুণ্যে বাংলা ছোটগল্পকে সিদ্ধির চূড়ান্তে পৌছিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা ছোটগল্প বিষয়-বৈচিত্র্যে ভিন্ন-ভিন্ন রূপলাভ করেছে। সেই রূপরেখাটি এইরকম :
১. রবীন্দ্রনাথের আছে জীবনের শুভবোধ। ঠিক রবীন্দ্র পরবর্তীকালের গল্পকার জগদীশ গুপ্তে আছে জীবনে-জটিল-কুটিল বিকৃতি ও ক্রুর শয়তানি চক্রের নিষ্ঠুর খেলা। এটি রবীন্দ্র-পরবর্তী বাংলা গল্পের বিষয়-ভাবনার নতুন মোড় ফেরার নির্ণয় কাঠি। উদাহরণ : পয়োমুখম্।
২. বিভূতিভূষণের গল্পে আছে তুষ্ট মানুষের চলচ্ছবি ও নিতান্ত সরল সাদাসিধে জীবন যাত্রার রূপায়ণ। রবীন্দ্রনাথ যেখানে প্রায়শ ক্ষেত্রে জীবনের কাব্যিক মেজাজের প্রতিষ্ঠা ঘটেছিল সেখানে নিতান্ত সরল জীবনের কথকথা এঁকে বিভূতিভূষণ বাংলা ছোটগল্পের বিষয়বস্তুতে নতুনত্ব আনলেন। উদাহরণ : আমার ছাত্র।
৩. রবীন্দ্র-পরবর্তী বাংলা ছোটগল্পে বেশি পরিমাণে এসেছে রাজনীতির কথা। প্রতিবাদ চেতনা জীবনের মর্যাদাবান অস্তিত্বের অধিকার বোধ ও সংঘবদ্ধ জীবনরূপ এইসব গল্পের মূলকথা। উদাহরণ : মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাতজামাই, ছোটবকুলপুরের যাত্রী।
৪. ফ্রয়েডীয় মনোবিশ্লেষণ ও যৌনতার নবরূপায়ণ রবীন্দ্র পরবর্তী বাংলা গল্পকে সমৃদ্ধ করেছে। উদাহরণ : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক।
৫. দুইকালের দ্বন্দ্ব, নবীন-প্রাচীনের দ্বান্দ্বিকতা ও শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধতা, ধনবাদ ও সামন্তবাদের সন্ধি—সবমিলিয়ে রাজনৈতিক সমাজের সুবিধাবাদের চিত্র নতুন কালের গল্পে নতুন মাত্রা এনেছে। উদাহরণ : সুবোধ ঘোষের ফসিল।
৬. রবীন্দ্র পরবর্তী বাংলা গল্পের বিষয়ে বড়োরকমে পরিবর্তন এসেছে অন্তাজ মানুষের জীবনচর্চার বিস্তারিত চিত্রণের মধ্য দিয়ে। বলা যায় উচ্চকোটি, উচ্চ বৃত্তির, উচ্চবংশের সংস্কার ভেঙে এই পর্যায়ে অন্ত্যজ মানুষের জীবন-চিত্রণে গল্পকারগণ মুখর হলেন। উদাহরণ : মণীশ ঘোতকের পটল ডাঙ্গার পাঁচালী, প্রতীক্ষা, মাণিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক, বিভূতিভূষণের আমার ছাত্র।
৭. দ্বিতীয় বিশ্বসমর, বিমান আক্রমণ, উদ্বাস্তু স্রোত, দাঙ্গা, মম্বন্তরএ সবই বাংলা ছোটগল্পের বিষয়কে আমূল বদলে দিয়েছিল। এসেছে মূল্যবোধের অবক্ষয়, কোথাও আবার সেই অবক্ষায়িত মূল্যবোধের পুনঃ প্রতিষ্ঠার চেষ্টা। উদাহরণ : নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা।