জন্ম – ১১৪৮ ব. / ১৭৪১ খ্রি.
মৃত্যু –  ১২৩৫ ব. / ১৮২৮ খি.

১১৪৮ ব. হুগলি জেলার ত্রিবেণীর কাছে চাপতা গ্রামে নিধুবাবুর জন্ম। প্রকৃত নাম রামনিধি গুপ্ত। পিতা হরিনারায়ণ গুপ্ত। এঁদের আদিবাস কোলকাতার কুমোরটুলি। পূর্বে বর্গির আক্রমণের ভয়ে নিধুবাবুর পিতা চাপতা গ্রামে মাতুলালয়ে বাস স্থাপন করেন।

[ads id=”ads1″]

রামনিধি যথাসময়ে দেশীয় শিক্ষা গ্রহণ করলেন। কিন্তু সেখানে ইংরাজি শিক্ষাগ্রহণের সুযোগ না থাকায় পুনরায় তারা কলকাতা চলে আসেন। এক পাদরি সাহেবের পুত্রের কাছে রামনিধি ইংরেজি শিক্ষা গ্রহণ করতে শুরু করলেন।
রামনিধি আবাল্য সঙ্গীতপ্রিয়। তাই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চাতেই তার মনোযোগ বাড়তে থাকে। যাইহোক পিতৃবন্ধু  রামতনু পালিতের সাহায্যে রামনিধি ছাপরায় কালেক্টরী অফিসে কেরানির কাজ পান। যদিও সঙ্গীতচর্চায় তার ছেদ পড়েনি।
ছাপরায় জনৈক হিন্দুস্থানি গায়কের সংস্পর্শে  রামনিধি গুপ্ত খেয়াল, টপ্পা, গজল প্রভৃতি সুর শিখতে শুরু করলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বাকি জীবন সঙ্গীতচর্চাতেই নিমগ্ন ছিলেন।
রামনিধি গুপ্ত তিনটি বিবাহ করেন। ২০ বছর, ৩০ বছর এবং ৫৩ বছর বয়সে তিনি বিবাহ করেন। পূর্বের স্ত্রীর মৃত্যুই পরবর্তী বিবাহের কারণ।
তৃতীয় স্ত্রীর গর্ভে চার পুত্র এবং দুই কন্যা জন্মগ্রহণ করেছিল। ৮৭ বছর বয়সে তিনি মারা যান।
[ads id=”ads2″]
টপ্পা গানে রামনিধি গুপ্ত বিখ্যাত হয়ে আছেন। সরল ভাষায় ভাবের গরিমা!  একটি উল্লেখ্য টপ্পা —
তোমারই তুলনা তুমি প্রাণ, এ মহীমণ্ডলে।
আকাশের পূর্ণশশী, সেও কাঁদে কলঙ্ক ছলে।।
গ্রন্থ – ‘গীতরত্ন’
—— —— —— —— —— 

আরো পড়ুন :  শবরীপাদ শবরপাদ শবর পা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *