শরৎচন্দ্রের সাহিত্যের নায়িকারা

বাংলা সাহিত্যের উপন্যাস-গল্প রচয়িতাদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কাহিনীর কিংবা আঁকা চরিত্রের আবেদন কতখানি, তা আমরা জানি। তিনি একজন ‘master story teller’. গল্পের কাহিনি এমনভাবে আমাদের শুনিয়েছেন, তাতেই তিনি আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছেন। বাংলা ভাষাতেই শুধু তিনি পরিচিত তাইই নন, ভারতীয় অন্য ভাষাতেও অনুবাদ বহুল পরিচিত-পঠিত।

তাঁর কাহিনির নায়িকারা কেমন সে সম্পর্কে পাঠক-সমালোচক কী ভাবেন, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হবে। বারবার ফিরে দেখতে হবে পুরোনো কিছুকে। সেটাই নিয়ম।
দেখুন :
———————————————— 


আরো পড়ুন :  পিনাকেশ সরকারের বক্তৃতা : বঙ্কিমচন্দ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *