ব্রজবুলি ভাষা ও সাহিত্যের উদ্ভব কীভাবে হয়েছিল এবং মৈখিল কবি বিদ্যাপতির সঙ্গে তার সম্পর্ক কতখানি,তা অনিশ্চিত। বে এটা ঠিক,পঞ্চদশষোড়শ শতাব্দীর সন্ধিক্ষণ থেকেই পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলের কবিদের মধ্যে ব্রজবুলি ভাষায় পদ রচনার দৃষ্টান্ত পাওয়া যাচ্ছে। এই সময়ে আসামের শঙ্করদেব ব্রজবুলি ভাষায় বহু পদ লিখেছিলেন এবং উড়িষ্যার রায় রামানন্দ ব্রজবুলিতে বিখ্যাত পহিলহি রাগ নয়নভঙ্গ ভে রচনা করেছিলেন। এই সময়েই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দুজন কবিকে ব্রজবুলি ভাষায় পদ রচনা করতে দেখি।

[ads id=”ads1″]


পশ্চিমবঙ্গের কবির নাম যশরাজ (যশোরাজ) খান। রামগোপাল দাস তাঁর রসকল্পবল্লীর দ্বাদশ কোরকে লিখেছেন,

যশরাজ খান দামোদর মহাকবি।
কবিরঞ্জন আদি সবে রাজসেবী।

রামগোপাল দাস আরও লিখেছেন যে যশরাজ খান জাতিতে বৈদ্য এবং বৈদ্যখণ্ড অর্থাৎ শ্রীখণ্ড গ্রামের রাঘ সেনের বংশধর।

রামগোপাল দাসের পুত্র পীতাম্বর দাসের লেখা রসমঞ্জরীতে যশরাজ খানের একটি পদ উদ্ধৃত হয়েছেদের প্রারম্ভ ছত্র
“এক পয়োধর চন্দন-লেপিত আরে সহজই গোর

এর ভনিতা এই,

শ্রীযুত হুসন/জগতভূষণ
সোই  রস জান।
পঞ্চগৌড়েশ্বর/ভোগপুরন্দর
ভনে যশরাজ খান।

এর থেকে জানা যায় যেযশরাজ খান যে রাজার সেবী  ছিলেনতিনি হোসেন শাহ (১৪৯৩-১৫১৯ খ্রি. )।

এই সময়ে রচিত ত্রিপুয়ায় যে কবির ব্রজবুলিতে লেখা প পাওয়া গিয়েছে, তাঁর নাম জানা যায়নিউপাধি রাজপণ্ডিততিনি ছিলেন হোসেন শাহের সমসাময়িক ও শত্রু রাজা ত্রিপুরেশ্বর ধন্যমাণিক্যের আশ্রিত। রাজপণ্ডিতএর পদের নিতাংশ নিচে উদ্বৃত্ত করা হল,

বৈরি কে এক/দোশ মরসিঅ
রাজপণ্ডিত ভান।
বারি কমলা/কমল  রসিয়া
ধন্যমাণিক জান।।
(বাঙ্গালা সাহিত্যের ইতিহাস থেকে উদ্ধৃত)

টি কিন্তু ত্রিপুরায় পাওয়া যায় নিপাওয়া গিয়েছে নেপালেমিথিলার কবি বিদ্যাপতির এক প সংগ্রহের মধ্যে। সেখানে এ পদ কী করে গেল,তা উত্তর কেউই খুঁজে পান নি। সম্প্রতি ত্রিপুরার রাজমালার ধন্যমাণিক্য-খণ্ড-এ  এর উত্তর পাওয়া যায়সেখানে লেখা আছে যে ধন্যমানিক্য ত্রিহত অর্থাৎ মিথিলা থেকে ত্রিপুরায় নাচ-গানের লোক আনিয়েছিলেন,

ত্রিহত দেশ হইতে নৃত্যগীত আনি।
রাজ্যেতে শিখায় গীত-বীর্য নৃপমণি।।


[ads id=”ads2″]

ত্রিহতের গায়করা নিশ্চয়ই বিদ্যাপতি প্রভৃতি মৈথিল কবিদের লেখা গান খাইত। সেসব গানের অনুকরণে ত্রিপুরার রাজপন্ডিত উপরে উল্লিখিত পদটি রচনা করেছিলেন ধরলে অন্যায় হবে না। ত্রিহতের গায়করা তাঁর এই গানটিও কন্ঠস্থ করে এবং দেশে ফিরে সেখানে চালু করেএইভাবে পদটিও ঐ দেশে যায়।




সুখময় মুখোপাধ্যায় 

আরো পড়ুন :  শ্রীকৃষ্ণকীর্তন কাব্য : প্রবাদ-প্রবচন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *