কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি
কাজী নজরুল ইসলাম প্রকৃতই সৈনিক কবি, সেনানিবাসেই তাঁর প্রতিভা বিকশিত হয়। কিশোর বয়সে নজরুল পল্লীর লেটোর দলে থাকার সময় ‘চাষার সঙ’, ‘শকুনি বধ’, ‘দাতাকর্ণ’ প্রভৃতি রচনা প্রণয়ন করেছিলেন ঠিকই কিন্তু মুদ্রিত হয়নি তা, তাছাড়া সেগুলি নিতান্তই কিশোর রচনা।
নজরুলের কবি প্রতিভার প্রকৃত বিকাশ ঘটে করাচির সেনানিবাসে। কাজী নজরুলের ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটি তা বলতে গিয়ে দুটি রচনার প্রসঙ্গ এসে পরে—
- ক. বাউন্ডুলের আত্মকাহিনী শীর্ষক গল্প
- খ. মুক্তি শীর্ষক কবিতা
পত্রিকায় প্রকাশকালের দিক দিয়ে দেখা দরকার কোনটি পূর্বে প্রকাশিত। ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ প্রকাশিত হয় ‘সওগাত’ পত্রিকায় জ্যৈষ্ঠ সংখ্যায় ১৩২৬ সালে। এবং ‘মুক্তি’ কবিতা প্রকাশিত হয় ত্রৈমাসিক ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’য় শ্রাবণ ১৩২৬ –এ। অর্থাৎ বলা চলে প্রকাশকালের দিক দিয়ে ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ কবির প্রথম প্রকাশিত রচনা।
আমাদের বক্তব্য :
- কবির প্রথম প্রকাশিত রচনা বা কবির প্রথম প্রকাশিত গল্প ‘বাউন্ডুলের আত্মকাহিনী’
- ২.কবির প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’।
মুক্তি সম্বন্ধে তথ্য :
এই কবিতাটির কবি-কৃত নাম ছিল ‘ক্ষমা’। ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা’র সম্পাদকদ্বয় কবিতার নাম পালটে রাখেন ‘মুক্তি’, এতে কবি অখুশি হননি।