লুইপাদ লুইপা লুই পা

চর্যাপদের কবিদের পরিচয় নানা রহস্যে আবৃত। তা সত্ত্বেও গবেষকদের নিরন্তর প্রচেষ্টা ও শ্রমসাধ্য গবেষণায় বহু চর্যা কবির পরিচয় জানা গেছে। আমরা এখানে সেইসব কবিদের সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরলাম।

লুইপাদ লুইপা লুই পা

লুইপাদ কি প্রথম সিদ্ধাচার্য ?

চর্যাগীতিতে প্রথমেই সংকলিত হয়েছে লুইপাদের গান৷ টীকাকার মুনিদত্তের মতে ইনি ‘আদি সিদ্ধাচার্য”। তিব্বতী তালিকাতেও তাঁর নাম প্রথম ৷ কিন্তু তারানাথের বিবৃতি মতে লুইপাদ চতুর্থ সিদ্ধাচার্য ৷ আদিসিদ্ধা হলেন রাহলভদ্র সরহ, তাঁর শিষ্য সিদ্ধ নাগার্জুন, তৎশিষ্য শবরীপাদ বা দ্বিতীয় সরহ, এবং তাঁর শিষ্য লুইপা।

লুইপাদ তালিকায় প্রথমে এলেন কেন ?

রাহুল সংকৃত্যায়ন মনে করেন, যেহেতু লুইপা ছিলেন অসাধারণ ব্যক্তি তাই তাঁর নাম তালিকায় প্রথমেই স্থান পেয়েছে।

আরো পড়ুন :  চৌরাশী সিদ্ধা, চৌরাশি সিদ্ধা, চর্যাপদের কবি

লুইপাদ-এর পরিচয়

[সময়কাল, পেশা, বৃত্তি, উপাধি কীভাবে পেলেন]

তারানাথের মতে, লুইপা ছিলেন উড্ডীয়ান-রাজ উদয়নের করণিক। তিনি মহাসিদ্ধ শবরীপাদের কাছ থেকে তন্ত্রাভিষেক লাভ করেন এবং নির্বিঘ্নে ধ্যান করার উদ্দেশ্যে বঙ্গদেশে গঙ্গাতীরে আসেন৷ সেখানে তিনি ১২ বছর মাছের অন্ত্র (Fish-entrails) ভক্ষণ করতেন এবং এইভাবে ‘মৎস্যান্ত্রাদ’ নামে পরিচিত হন।  তাঞ্জুর তালিকামতে লুইপাদ বাঙালি মৎস্যান্ত্রাদ ৷ হরপ্রসাদ শাস্ত্রীর সিদ্ধান্ত –লুইপাদ বাঙালি ৷ রাহুল সংকৃত্যায়ন বলেন, লুইপা ছিলেন রাজা ধর্মপালের কায়স্থ (সচিব ও লেখক)। সেই হিসেবে লুইপাদের জীবৎকাল দাঁড়ায় অষ্টম শতাব্দীর শেষপাদ ৷ লুইপার শিষ্য উড়িষ্যার রাজা দারিক ও তাঁর মন্ত্রী ঢেঁকি ৷ দারিকপাদ তার গানে লুইপাদ-প্রসাদের উল্লেখ করেছেন (৩৪ নং পদ)।

আরো পড়ুন :  সাহিত্যিক সোহারাব হোসেন, সংক্ষিপ্ত পরিচিতি

আরো পড়ুন : চৌরাশী সিদ্ধা

লুইপাদ ও মীননাথ একই ব্যক্তি না স্বতন্ত্র

যদিও তাঞ্জুর তালিকায় লুইপাদকে মৎস্যেন্দ্রনাথ থেকে স্বতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে, তবু অনেকেই লুই-মৎস্যেন্দ্র-মীননাথকে অভিন্ন মনে করেন৷ মীননাথের জীবনের সঙ্গে লুইপাদের জীবনের কিছু মিলও আছে ৷ অদ্বয়বজ্রকৃত সরহের দোহাকোষ পঞ্জিকায় লুইপাদকে বলা হয়েছে ‘কৈবর্ত’ ৷ কিন্তু সংশয় জাগে–লুইপাদের উপাধি ‘পাদ’, আর মীনের উপাধি ‘নাথ’ ৷ সম্প্রদায় ভিন্ন। টীকাকার মুনিদত্তও মীননাথের দর্শনকে বলেছেন ‘পরদর্শন’ (চর্যাটীকা ২১)৷ প্রকৃতপক্ষে  নাথথর্মের সঙ্গে সহজিয়া বৌদ্ধধর্মের মিলের জন্য হয়তো দুই সম্প্রদায়ের আচার্যদ্বয় পরবর্তীতে এক হয়ে গিয়েছেন।

লুইপাদ-এর রচনা

লুইপাদ বৌদ্ধ আচার্য ৷ তাঞ্জুর তালিকায় তাঁর নামে যে গ্রন্থগুলির উল্লেখ পাওয়া যায়, তার সবগুলিই বৌদ্ধ-দর্শন সংক্রান্ত ৷ দোহাকোষ ও চর্যাপদ বাদে তিনি লিখেছেন —

আরো পড়ুন :  চর্যাপদের সন্ধ্যাভাষা কি অশ্লীল?

১. ‘ভগবদভিসময়’,

২. ‘অভিসময়বিভঙ্গ’,

৩. ‘বুদ্ধোদয়’

৪. ‘বজ্রসত্ত্বসাধন’।

লুইপাদের নামে চর্যাগীতিতে ২ টি গান সংগৃহীত হয়েছে ১ নং ও ২৯ নং পদ।

★ ১ নং পদ — ‘কাআ তরুবর পঞ্চ বি ডাল।’

★ ২৯ নং পদ — ‘ভাব ন হোই অভাব ণ জাই।’



2 Comments

  1. নিয়মিত লেখা 'অদ্যতন-প্রবিষ্ট' (Up to date) করা হয়। কিছু চর্যাকবির পোস্ট করা হয়েছে। আরো ভবিষ্যতে সমস্ত কবির পরিচিতি থাকবে। কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *