রামচন্দ্র বিদ্যাবাগীশ-এর বঙ্গভাষাভিধান, বাংলা ভাষার প্রথম অভিধান
রামচন্দ্র বিদ্যাবাগীশ-এর বঙ্গভাষাভিধান, বাংলা ভাষার প্রথম অভিধান আমাদের দেশে অভিধান-চর্চার শুরু এবং পরম্পরার একটা ধারা আছে–সে কারণেই অভিধানকে দেখতে হয় ইতিহাসের গতিধারায়, পূর্বাপর অভিজ্ঞতার নিরিখে। অভিধান কেবল ভাষাকে চেনায় না, সমাজ ও সভ্যতাকেও সে চিনতে শেখায়। কবি সুভাষ মুখোপাধ্যায় একবার বলেছিলেন, ‘অভিধান ছাড়া মানুষ হয় না’—তা অনেকটা এই কারণে। স্বাভাবিকভাবে মানুষও যুগ যুগ ধরে তার…