আফসার আমেদ, সক্ষিপ্ত পরিচিতি, সাহিত্য অকাদেমি পুরস্কার প্রাপক

সাহিত্যিক আফসার আমেদ বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য কথাকার, লেখেন সাধারণ অন্ত্যজ মানুষদের নিয়ে। সম্প্রতি তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন।

সংক্ষিপ্ত জীবনপঞ্জি

জন্ম : ৫ এপ্রিল ১৯৫৯ খ্রি.

মৃত্যু : ৪ আগস্ট ২০১৮ খ্রি.

পিতা : খলিলুর রহমান

মাতা : আরফা বেগম

স্ত্রী : নাসিমা বেগম

সন্তান : পুত্র শতাব্দ আহমেদ, কন্যা কুসুম হিয়া

জন্মস্থান কড়িয়া, বাগনান, হাওড়া

শিক্ষাগত যোগ্যতা : কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর

কর্মস্থান : পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি

ফেলোশিপ : ১৯৯৫ সনে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সাংস্কৃতিক শাখা থেকে ফেলোশিপ দেওয়া হয়, একটি লেখার জন্য। ২০০৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয় ‘মেটিয়াবুরুজে কিস্‌সা’।

আরো পড়ুন :  সাহিত্যিক সোহারাব হোসেন, সংক্ষিপ্ত পরিচিতি

    ।। প্রকাশিত গ্রন্থ ।।

উপন্যাস :

  • ঘর গেরস্তি
  •  বসবাস
  • সানু আলির নিজের জমি (১৯৮৯)
  • আত্মপরিচয় (১৯৯০)
  • স্বপ্নসম্ভাষ (১৯৯১)
  • খণ্ডবিখণ্ড
  • অন্তঃপুর (১৯৯৩)
  • ধানজ্যোৎস্না (১৯৯৩)
  • সঙ্গ নিঃসঙ্গ (১৯৯৪)
  • ব্যথা খুঁজে আনা (১৯৯৪)
  •  বিবির মিথ্যা তালাক ও তালাকের বিবি এবং হলুদ পাখির কিস্‌সা (১৯৯৫)
  •  কালো বোরখার বিবি ও কুসুমের গন্ধ এবং চল্লিশজন লোক (১৯৯৬)
  • দ্বিতীয় বিবি (১৯৯৭)
  • এক আশ্চর্য বশীকরণ কিস্‌সা (১৯৯৮)
  • অলৌকিক দিনরাত (১৯৯৯)
  • খোঁজ (২০০১)
  • অশ্রুমঙ্গল (২০০২)
  • মেটিয়াবুরুজে কিস্‌সা (২০০৩)
  •  প্রেমপত্র (২০০৪)
  • হত্যার প্রমাদ জানি (২০০৫)
  •  প্রেমিকা নেই? (২০০৬)
  • একটি মেয়ে
  • সেই নিখোঁজ মানুষটা (২০১১)
  • এক ঘোড়সওয়ার কিস্‌সা
  •  জীবন জুড়ে প্রহর
  • ছায়ারূপ টকিজ
  • হিরে ভিখারিনি ও সুন্দরী রমণী কিস্‌সা
  • বাঁচার খোঁজে (২০১৮ বইমেলা)
আরো পড়ুন :  সাধনা পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ছোটোগল্প

আফসার আমেদ
আফসার আমেদকে নিয়ে পত্রিকার প্রতিবেদন

    গল্পগ্রন্থ :

  • আফসার আমেদের ছোটগল্প (১৯৮৯)
  •  প্রেমে অপ্রেমে একটি বছর (১৯৯৩)
  •  শ্রেষ্ঠগল্প (১৯৯৯) [ দে’জ পাবলিশিং ]
  • সেরা পঞ্চাশটি গল্প [ দে’জ পাবলিশিং ]

অনুবাদ গ্রন্থ :

  • ·        আশ্রয় [সিন্ধি উপন্যাস — [ লেখক হরি মেটোয়ানি, ১৯৯৬ ]
  • ·        সাড়ে তিন হাতভূমি [ উর্দু উপন্যাস – লেখক আব্দুস সামাদ ]

চলচ্চিত্রায়ন :

  • ধানজ্যোৎস্না (১৯৯৩) অবলম্বনে চিত্র পরিচালক মৃণাল সেন ২০০২ সালে ‘আমার ভুবন’ নামে এক সিনেমা করেন।

।। পুরস্কার।।

  • 1.    সোপান পুরস্কার (১৯৯৩) [ ‘আত্মপরিচয়’ উপন্যাসের জন্য ]
  • 2.   নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পুরস্কার (১৯৯৭)
  • 3.  বাংলা অকাদেমি সোমেন চন্দ স্মারক পুরস্কার (১৯৯৮)
  • 4.   ‘কথা’ পুরস্কার (১৯৯৯)
  • 5.   সাহিত্য অকাদেমি পুরস্কার (২০০০) [অনুবাদের জন্য]
  • 6.   মঞ্জুষ দাশগুপ্ত স্মারক পুরস্কার (২০০৪)
  • 7.   ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বর্ষসেরা সাহিত্যিক (২০০৬)
  • 8.  ‘নতুন গতি’ পুরস্কার (২০০৭)
  • 9.   বঙ্কিম পুরস্কার (২০১০) [ ‘হিরে ভিখারিনি ও সুন্দরী রমণী কিস্‌সা’ উপন্যাসের জন্য ]
  • 10.    সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৭) [ ‘সেই নিখোঁজ মানুষটা’ উপন্যাসের জন্য ]
আরো পড়ুন :  এক পোস্টমাস্টার এবং রবীন্দ্রনাথের 'পোস্টমাস্টার' গল্প

সম্প্রতি (২০১৭) তাঁকে নিয়ে একটি পত্রিকা সংখ্যাও বেরিয়েছে

আফসার আমেদ

ঋণস্বীকার:  নতুন গতি পত্রিকা / আফসার আহমেদের ফেসবুক পেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *