গোবিন্দদাস সমস্যা ও নিরসনের সূত্র
আধুনিক বৈষ্ণব সাহিত্যের গবেষণায় বিদ্যাপতিকে নিয়ে উনবিংশ শতকে ও চণ্ডীদাসকে নিয়ে বিংশ শতকে যত সমস্যা ও বিতর্ক দেখা দিয়েছে অন্য কোন বৈষ্ণব পদকর্তাকে নিয়ে এত বিচার ও আলোচনা হয় নি। তবে একটি ভিত্তিহীন সমস্যা দেখা দিয়েছিল গোবিন্দদাস কবিরাজকে কেন্দ্র করে। [ads id=”ads1″] উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ১৮৬৯ খ্রি. হরিমোহন মুখোপাধ্যায়ের ‘কবিচরিত’ গ্রন্থে গোবিন্দদাসের প্রথম নামোল্লেখ মাত্র…