রবীন্দ্র-পরবর্তী বাংলা ছোটগল্প – নতুনত্ব বৈচিত্র্য ও পরিবর্তন
রবীন্দ্রনাথ বাংলা ছোটোগল্পের ইতিহাসে মাইলফলক। তাঁকে বাদ দিয়ে বাংলা ছোটোগল্পের আলোচনা করা যায় না। তাঁর পরবর্তী সময়ে বাংলা ছোটোগল্পের রীতি-নীতি, বিষয়বস্তু, শৈলী, টেকনিক প্রভৃতি ক্ষেত্রে পরিবর্তন লক্ষ করা যায়। সে বিষয়ে আজকের আলোচনা। রবীন্দ্র-পরবর্তী বাংলা ছোটগল্প – নতুনত্ব বৈচিত্র্য ও পরিবর্তন রবীন্দ্রনাথ বাংলা ছোটগল্পের সার্থক স্রষ্টা ও প্রতিষ্ঠাতা। তিনি মননধর্মিতা, কাব্যিক মেজাজ, গীতিময়তা, পল্লিপ্রকৃতিপৃক্ততা, সমাজ…