লুইপাদ লুইপা লুই পা, চর্যাপদের ১ম কবি
চর্যাপদের কবিদের পরিচয় নানা রহস্যে আবৃত। তা সত্ত্বেও গবেষকদের নিরন্তর প্রচেষ্টা ও শ্রমসাধ্য গবেষণায় বহু চর্যা কবির পরিচয় জানা গেছে। আমরা এখানে সেইসব কবিদের সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরলাম। লুইপাদ লুইপা লুই পা লুইপাদ কি প্রথম সিদ্ধাচার্য ? চর্যাগীতিতে প্রথমেই সংকলিত হয়েছে লুইপাদের গান৷ টীকাকার মুনিদত্তের মতে ইনি ‘আদি সিদ্ধাচার্য”। তিব্বতী তালিকাতেও তাঁর নাম প্রথম…