বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রীচৈতন্যের আবির্ভাব সবথেকে উল্লেখযোগ্য ঘটনা। তাঁর প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সেসময়ের বাংলাদেশে প্রবল উদ্দীপনা এনেছিল মানুষের মনে। পাশাপাশি বৈষ্ণব মহাজনদের পদাবলি বৈষ্ণব ধর্মের তত্ত্বকে প্রতিষ্ঠা দিচ্ছিল। গৌড়ীয় বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা দিতে শুধুমাত্র শ্রীচৈতন্যদেব ও বৈষ্ণব পদকর্তারাই ভূমিকা পালন করেননি। আরো যাঁরা যুক্ত ছিলেন তাদের পরিচয় এখন দেওয়া হবেবিভিন্ন বৈষ্ণব দর্শনে তাঁদের বিভিন্ন নামে পরিচয় দেওয়া হয়েছে।
পঞ্চতত্ত্ব:
|
এই নামে যারা পরিচিত হলেন
ক। শ্রীগৌরাঙ্গ
খ। শ্রীনিত্যানন্দ
গ। শ্রীঅদ্বৈত
ঘ। শ্রীশ্রীবাস
ঙ। শ্রীগদাধর
|
ছয় গোস্বামী:
|
এই নামে যাঁরা পরিচিত ছিলেন
ক। শ্রীসনাতন গোস্বামী
খ। শ্রীরূপ গোস্বামী
গ। শ্রীজীব গোস্বামী
ঘ। শ্রীরঘুনাথ ভট্ট
ঙ। শ্রীরঘুনাথ দাস
চ। শ্রীগোপাল ভট্ট
|
পুনশ্চ – এছাড়াও আরো দুজন হলেন ১। শ্রীভূগর্ভ ২। শ্রীলোকনাথ
|
ছয় চক্রবর্তী:
|
এই নামে যাঁরা পরিচিত
ক। শ্রীব্যাস
খ। শ্রীদাম
গ। শ্রীগোকুলানন্দ
ঘ। শ্রীশ্যামদাস
ঙ। শ্রীগোবিন্দ [যিনি ভাবক চক্রবর্তী নামেও পরিচিত]
চ। শ্রীরামচরণ
|
অষ্ট কবিরাজ:
|
এঁরা হলেন ক। শ্রীরামচন্দ্র
খ। শ্রীগোবিন্দদাস
গ। শ্রীকর্ণপূর
ঘ। শ্রীনৃসিংহ
ঙ। শ্রীভগবান্
চ। শ্রীবল্লবীকান্ত
ছ। শ্রীগোপীরমণ
জ। শ্রীগোকুল
|
অষ্ট প্রধান মোহান্ত:
|
এঁরা হলেন ক। শ্রীস্বরূপ দামোদর
খ। শ্রীরায় রামানন্দ
গ। শ্রীগোবিন্দানন্দ
ঘ। শ্রীবসু রামানন্দ
ঙ। শ্রীসেন শিবানন্দ
চ। শ্রীগোবিন্দ ঘোষ
ছ। শ্রীমাধব ঘোষ
জ। শ্রীবাসুদেব ঘোষ
|
- এছাড়াও রয়েছেন
দ্বাদশ গোপাল
দ্বাদশ উপগোপাল
চৌষট্টি মোহান্ত
——————————————————————–
ঋণ : হরেকৃষ্ণ মুখোপাধ্যায়
ঋণ : হরেকৃষ্ণ মুখোপাধ্যায়
দুর্দান্ত। ধন্যবাদ।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন।
4