চৌরাশী সিদ্ধা  চৌরাশি সিদ্ধা - চর্যাপদের কবি

চৌরাশী সিদ্ধা ।। 
চর্যাপদ আবিষ্কারের পরই বৌদ্ধ সিদ্ধাচার্যদের উপর অনেকেই আলোকপাত করতে শুরু করেন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত “চর্যাপদে” ২৩ জন কবির (সিদ্ধাচার্য) নাম পাওয়া যায়। যদিও তিব্বতী ইতিহাসে সংখ্যাটা আরো বেশি। সেখানে সংখ্যাটা ৮৪।
★ তিব্বতী লামা তারানাথ এই কবিদের কিছু কিছু পরিচয় দিয়েছেন এবং তাঁর সেই গ্রন্থ জার্মান ভাষায় অনুবাদ করেছেন Gruenwedel , নাম দেন “Edelstein Mine” (Mine of precious Stone)  অর্থাৎ মহার্ঘ রত্নাকর। আর এই মহামূল্যবান গ্রন্থের ইংরাজি অনুবাদ করেছেন ড. ভূপেন্দ্রনাথ দত্ত — “Mystic Tales of Lama Taranath” নামে।
আরো পড়ুন : লুইপাদ  

★ তিব্বতী ইতিহাসে সুপ্রসিদ্ধ ‘চৌরাশি সিদ্ধা’র তালিকা তুলে ধরেছেন উক্ত জার্মান গবেষক Gruenwedel. এছাড়াও যাঁদের গ্রন্থে সিদ্ধাচার্যদের নামোল্লেখ রয়েছে তাঁরা হলেন—
ক। মিথিলার জোতিরীশ্বর ঠাকুর —  বর্ণরত্নাকর [৭৬ জনের নাম]
খ। রাহুল সংকৃত্যায়ন — দোহাকোশ

★ নিম্নে ৮৪ জন সিদ্ধাচার্যের নাম-উল্লেখ করা হলো যদিও নামভেদ থেকেই যাবে।
১. লুইপা (মৎস্যান্ত্রাদ)
২. লীলাপা
৩. বিরুপা
৪. ডোম্বীহেরুক
৫. শবরপা (শবরী)
৬. সরহপা (রাহুলভদ্র)
৭. কঙ্কালি
৮. মীন (বজ্রপাদ)
৯. গোরক্ষ
১০. চৌরঙ্গী
১১. বীণাপা
১২. শান্তিপা
১৩. তান্তি
১৪. চর্মরি
১৫. খড়্গ
১৬. নাগার্জুন
১৭. কৃষ্ণাচারী (কাহ্নপা)
১৮. কাণের (আর্যপাদ)
১৯. স্থগণ
২০. নাড়পা
২১. সালপা
২২. তিলোপা
২৩. ছত্র
২৪. ভদ্র (ভাদে)
২৫. দ্বিখণ্ডী
২৬. অযোগী
২৭. কড়পাদ
২৮. ধোবী
২৯. কঙ্কণ
৩০. কম্বল (কামরি)
৩১. ঢেঙ্কি
৩২. ভদে (ভাণ্ডারী)
৩৩. তন্ত্রী
৩৪. কুক্কুরী
৩৫. কুব্জী
৩৬. ধর্ম (ধাম)
৩৭. মহী
৩৮. অচিন্ত্য
৩৯. বভহী
৪০. নলিন
৪১. ভুসুকু (শান্তিদেব)
৪২. ইন্দ্রভূতি
৪৩. মেঘপাদ
৪৪. কুঠালি
৪৫. কর্মার
৪৬. জালন্ধরী
৪৭. রাহুল
৪৮. ঘর্বরি
৪৯. ধোকরী
৫০. মেদিনি
৫১. পঙ্কজ
৫২. ঘণ্টা
৫৩. যোগী
৫৪. চেলুক
৫৫. গুণ্ডরী
৫৬. লুঞ্চক
৫৭. নির্গুণ
৫৮. জয়ানন্দ (জয়ানন্দি)
৫৯. চর্বটি
৬০. চম্পক
৬১. বিষাণ
৬২. ভলি
৬৩. কুমরী
৬৪. চর্পটি
৬৫. মণিভদ্র
৬৬. মেখলা
৬৭. মঙখলা
৬৮. কলকল
৬৯. কন্থরী
৭০. ধহুলি
৭১. উধলি
৭২. কপালী
৭৩. কিল
৭৪. পুষ্কর
৭৫. সর্বভক্ষ
৭৬. নাগবোধি
৭৭. দারিক
৭৮. পুত্তল
৭৯. পনহ
৮০. কোকিলা
৮১. অনঙ্গ
৮২. লক্ষ্মীঙ্করা
৮৩. সামুদ্র
৮৪. ভলিপা (ব্যাড়ি)

আরো পড়ুন :  শবরীপাদ শবরপাদ শবর পা

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *